বেখেয়ালি মন
স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Jul 2022, 10:48:16 PM
.jpg)
নুসরাত রশিদ
মন কারিগর চলো বাঁধি ঘর,
হৃদয় যেখানে টানে।
মন কারিগর চলো
সাজাই সে ঘর,
স্বপ্ন যেথায় কাছে আনে।
শত অপেক্ষা যেখানে
হাতছানি দিয়ে ডাকে আমাকে।
আমার চলার পথের সাথী করে,
আমি নিয়ে যাবে তোমাকে।
আমি সাজাবো আমার ছোট্ট সে ঘর,
হাজারো মান অভিমানের ছোঁয়ায়।
মন কারিগর তুমি বেঁধো সে ঘর,
ভালোবাসার প্রস্ফুটিত ধোঁয়ায়।
আমি যাবো যাবো ওই দূর দুরান্তে,
ছুটে চলার সেই অসীম পথের পানে।
অসীম পথের মাঝেই তোমাকে খুঁজে নিবো,
যেখানে হাজারো স্বপ্নগুলো আরো কাছে টানে।।
Share
















