ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

স্বদেশ জার্নাল → প্রকাশ : 27 Dec 2022, 7:42:41 PM

image06

২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা। 

সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করার পর আজ সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি জোরদারের জন্য ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড।  

এ সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘বিশ্বকাপের বছরে দুই দলের জন্যই নিজেদের শক্তিমত্তা দেখার দারুণ সুযোগ এ সিরিজ। দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড অসাধারণ, আর আমরা সবাই জানি ইংল্যান্ড দলটি কতটা দুর্দান্ত।’

ইসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার কনর বলেছেন, ‘২০১৬ সালের পর ইংল্যান্ডের ছেলেদের সাদা বলের দলের বাংলাদেশে ফেরা রোমাঞ্চকর। আগ্রহ জাগানিয়া এ সফরে ঢাকা ও চট্টগ্রামে যে আবহ থাকবে, সেটি হবে দুর্দান্ত। বাংলাদেশজুড়েই ক্রিকেটের জন্য দারুণ ভালোবাসা দেখা যায়, দেশের মাটিতে দুর্দান্ত রেকর্ডের এক দলের সঙ্গে আমরা কঠিন এক চ্যালেঞ্জই আশা করছি।’

 সফরের সূচি 
১ মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর
৩ মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
৬ মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

৯ মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১২ মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম
১৪ মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর।


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir