রোহিঙ্গাদের আর্থিক সহায়তায় ইউএসএআইডি

স্বদেশ জার্নাল → প্রকাশ : 31 Jan 2023, 8:08:18 PM

image06

ডেস্ক রিপোর্ট

 

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের  চলমান চাহিদা মেটাতে, খাদ্য ও জ্বালানির অত্যধিক মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট মানবিক সহায়তা হিসেবে ৭৫০ কোটি টাকা অনুদান দিচ্ছে ইউএসএআইডি।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মার্কিন দূতাবাস জানায় নতুন এ অর্থায়নের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা শরনার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয় খাদ্য  ও পুষ্টি সহায়তার পাশাপাশি অবকাঠামো রক্ষণাবেক্ষণ দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারা। 

এ ধরনের সহায়তামূলক কর্মসূচির আওতাভুক্ত 
হবে ৩৩টি শরনার্থী শিবির ও স্থানীয় জনগোষ্ঠী অধ্যুষিত ১৩০টি এলাকার বাসিন্দা। 

আজ থেকে ৬ বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে  গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান চালায় ৭৭৪০০০ এরও বেশি রোজিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল যাদের বেশিরভাগ শরনার্থী হিসেবে আশ্রয় নিয়েছে কক্সবাজার জেলায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম শরনার্থী শিবিরে। 

যুক্তরাষ্ট্র  এবং ইউএসএআইডি রেহিঙ্গাদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ইউএসএআইডি রোহিঙ্গাদের আশ্রয় দান বাংলাদেশীদেরও সহায়তা করা অব্যাহত রাখবে। 
 


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir