"কুমিল্লা নামে বিভাগ দিন" - এম পি বাহার

স্বদেশ জার্নাল → প্রকাশ : 31 Jan 2023, 9:43:31 PM

image06

কুমিল্লা -৬ আসনের এমপি ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাদ্দিন বাহার বলেছেন, 'আমি কুমিল্লার মানুষকে ভালোবাসি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলব কুমিল্লা নামেই বিভাগ দিন। ' তিনি আরও বলেন, 
"কুমিল্লা এখন আর আগের কুমিল্লা নেই। আমাকে সবাই বলেন সংস্কৃতিবান্ধব, কেউ বলেন শিক্ষকবান্ধব, এ অনুষ্ঠানে আসার পর বলছেন আমি ব্যবসায়ীবান্ধব। আমি বলব আমি কোন বান্ধব নই।আমি কুমিল্লাবান্ধব, জনগণবান্ধব। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, জাতীয় অর্থনীতিতে আমাদের প্রবাসীরা সবচেয়ে বেশি আবদান রাখছেন। আমরা মাছ উৎপাদনে ভালো অবস্থানে আছি। যারা ১৯৭১ এর যুদ্ধের পর আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারা এখন হিংসা করে আপনারা মুরগি খান দেড়শ করে আর পাকিস্তানে মুরগির কেজি ৬০০ টাকা। "
২৬ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দোকান মালিক সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি মো.সানাউল হক।কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন সহ দোকান মালিক সমিতির এক হাজার নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।


Share

© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir