বায়ু দূষণ রোধে বিশেষ অভিযান কর্মসূচি

স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Feb 2023, 3:31:17 PM

image06

৩১ জানুয়ারি, মঙ্গলবার  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভায়, ১ফেব্রুয়ারি বুধবার থেকে বায়ু দুষণ রোধে বিশেষ অভিযান পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালাকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন। 

পরিবেশ মন্ত্রী বলেন, দেশের বাযু দূষণের এ পরিস্থিতি  কোন অবস্থ্যাতেই কাম্য নয়। এ দূষণ রোধে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রনালয়ের সঙ্গে সমন্বয়ের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা করে কার্যকর আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। 

তিনি আরও বলেন বায়ূ দূষণ ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনে তিনি অভিযানে অংশ নিবেন। 
উক্ত সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ সহ বিভিন্ন দফতরের অতিরিক্ত সচিব, দফতর প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir