নতুন প্রজন্মকে বই পড়া, সাহিত্য চর্চায় উদ্ভুদ্ধ করবে বইমেলা-রাষ্ট্রপতি

স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Feb 2023, 3:53:29 PM

image06

বুধবার (১ ফেব্রুয়ারি)'অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা '২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তার বক্তব্যে  
 পড়া ও সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেছেন -
জ্ঞান ভিত্তিক  সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। উক্ত বক্তব্যে ভাষা আন্দোলনে অমর শহিদদের প্রতি স্রদ্ধা জানিয়ে বই প্রেমিক বাঙালি, পাঠক, প্রকাশক, সংগঠকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। 

তিনি আরও বলেন, অমর একুশে বইমেলা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ।এটি আমাদের শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম প্রধান অনুষ্ঠান ও উৎস। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির বর্তমান যুগে নতুন প্রজন্মকে বই পড়া ও সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে মাসব্যাপী বইমেলা ও ভাষা চর্চার এই আয়োজন কার্যকর অবদান রাখবে। 

তিনি আরও বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনাকে সমুজ্জল রেখে 'অমর একুশে বইমেলা ' বাংলা ভাষা,সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক -বাহক হয়ে উঠবে। এ আমার দৃঢ় বিশ্বাস। 
 


Share

© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir