কবিতা

স্বদেশ জার্নাল → প্রকাশ : 6 Feb 2023, 12:20:45 AM

image06

বিচ্ছিন্নতা ও অনুবৃত্তি
তুলিন্দ্রুতি 

বিচ্ছিন্নতার ভয়ে 
বাঁধিনু যে ঘর, 
কে বা জানে 
আগমনের অপেক্ষায় 
অপেক্ষিত রয়েছে 
সে ঘর। 

বিচ্ছিন্নতার ভয়ে 
দূরে সরেছে যে পথ প্রান্তর,
কে বা জানে 
ক্ষণকাল পরে হলেও 
আগমনের অপেক্ষায়,
অপেক্ষিত রয়েছে 
সে পথ প্রান্তর। 

বিচ্ছিন্নতার দ্বারে 
কুর্নিশরত যে অনুবৃত্তি, 
কে বা জানে 
চ্ছিন্নতার আঁড়ালে, 
সমঝোতার অপেক্ষায় 
সে অনুবৃত্তি।

 


Share

© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir