বিপিএল থেকে বাদ সাকিবের বরিশাল

স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Feb 2023, 11:08:02 PM

image06

কোয়ালিফায়ারের আগেই বিদায় বলতে বাধ্য হলো সাকিব আল হাসানের বরিশাল। রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে তুলতে পারে ১৭০ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে শামীমের ক্যারিয়ারসেরা ৭০ রানের উপর ভর করে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় রংপুর।


Share

© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir