লরি চাপায় নিহত মোটরসাইকেল চালক
স্বদেশ জার্নাল → প্রকাশ : 10 Mar 2023, 12:31:53 AM

কুমিল্লায় লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কুমিল্লা-নেয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাইয়ের ফয়েজগঞ্জ এলাকায় বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, মোটরসাইকেলে দুই জন ছিলেন। স্বপন ঘটনাস্থলে মারা যায়। অপর আহতকে উদ্ধার করে কুমিল্লা শহরের একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। আহতের পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেলেও লরিটি নিয়ে আসা হয়েছে।
Share







