মিসরীয় জেলের কারাদন্ড কমিয়ে ২৮০ বছর

স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Mar 2023, 1:44:22 AM

image06

গ্রিসে মানবপাচারের দায়ে ৪ হাজার ৭৬০ বছরের জন্য কারাদণ্ড পেলেন এক মিসরীয় জেলে। লিবিয়া থেকে গ্রিসে পাঁচ শতাধিক মানুষকে পাচার করেছিলেন আল ফালাহ নামের ওই জেলে। এ কাজটি তিনি করেছেন গত বছরের নভেম্বরে। গত সপ্তাহে তার অপরাধ প্রমাণ হলে, এই সাজা দেওয়া হয়।

৩৩৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ১২৮ জন কিশোর-কিশোরীকে অবৈধভাবে গ্রিসে অনুপ্রবেশে সহায়তা করেছেন ফালাহ। অবশ্য পরবর্তীতে শাস্তির মেয়াদ কমিয়ে তাকে ২৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ে অবশ্য দারুণ ক্ষেপেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, আল-ফালাহ নিজেই একজন অভিবাসী। তাকে ‘বলির পাঁঠা’ বানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। 


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir