পরীক্ষা নয় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে
স্বদেশ জার্নাল → প্রকাশ : 15 Mar 2023, 7:25:32 AM

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। যদি কোনো প্রতিষ্ঠান নেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
চলতি বছর থেকে শুরু হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন। এই শিক্ষাক্রমে পরীক্ষানির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নে জোর দেওয়া হয়েছে। কিন্তু এর পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য শ্রেণির মতো এ দুই শ্রেণিতেও মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
নতুন নির্দেশনার বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘নতুন শিক্ষাক্রমে গতানুগতিক পদ্ধতিতে পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে আমরা নির্দেশনাও দিয়েছি। এর পরও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষক পরীক্ষা বা মডেল টেস্ট নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
Share






