পিতার মৃত্যুর ৪২দিনপর দুর্ঘটনায় প্রাণ গেলো ছেলের

স্বদেশ জার্নাল → প্রকাশ : 7 Sep 2022, 9:13:42 PM

image06

কুমিল্লার দেবিদ্বারে বাবার মৃত্যুর ৪২দিন পর ট্রাক চাপায় প্রাণ গেল ছেলের। মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রীজের পাশে ভিংলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মুন্সী (৩০) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের মৃত হোসেন মুন্সীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। দুর্ঘটনার দৃশ্য দেখা প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক মুন্সী সকাল ৯ টার দিকে  দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলের মদিনা বেকারি থেকে ভ্যান যোগে  বেকারী খাদ্যপন্য নিয়ে  কোম্পানীগঞ্জ ব্রীজের কাছে যানজটে আটকা পরে। পরে হঠাৎ করে ভ্যানের সামনে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৬-৫৭৫০) পেছনের দিকে চাপ দিলে ভ্যান চালক ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যায়।
মদিনা বেকারির মালিক মো. ইব্রাহীম মিয়া জানায়, ফারুক মুন্সি  ৪ থেকে ৫বছর ধরে আমাদের  বেকারীতে কাজ করছে। সে শতকরা ৭টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে  বেকারী পন্য  ডেলিভারী দিত। এতে দৈনিক তার ৪-৫ শত টাকা আয় হতো।  প্রতিদিনের মত মঙ্গলবার সকালে দোকান থেকে বেকারী মালামাল নিয়ে ব্রাক্ষণপাড়া উপজেলার মিরপুর এলাকায় যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়। এ ঘটনায় ফারুক মুন্সীর বাড়িতে শোকের মাতম চলছে। নিহতের ছোট ভাই রাসেল মুন্সী জানায়,  ৪২ দিন আগে তাদের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের হাল ধরেন বড় ভাই, তিনিও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবারটিই অভিভাবকহীন  হয়ে পড়েছে। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) কামাল উদ্দিন জানান, লাশ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ট্রাকটি আটক করে রাখা হয়েছে। মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir