প্রতিচ্ছবি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 18 Oct 2022, 12:46:05 AM

তুলিন্দ্রুতি
ভুলগুলো সব ডানা মেলে আকাশেরও নীরে
ভুলেরাও আজ ঝরে ছিল
ভুলে যাওয়ার ভিড়ে।
ক্লান্তিরা সব নাম লেখাল
শ্রান্তেরও অসীমে
পথ ভোলান সবটুকু পথ
মিশে ছিল যে প্রান্তে।
ভুঁই ফুলেরা শ্রান্ত ফিরে
কলিরও বাষ্প অন্তে,
ফুটন্ত কুসুম প্রস্ফুটিত রয়,
কন্টকেরও আলিঙ্গনে।
Share








.jpg)









