বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম মজুমদারের ইন্তেকাল
স্বদেশ জার্নাল → প্রকাশ : 21 Oct 2022, 4:40:17 PM

ন্যাপ কমিউনিস্টপার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী অন্যতম সদস্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম মজুমদার গতকাল ভোর ৪টার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। বাদ আছর গ্রামের বাড়ি আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণপুর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ১৯৬০ এর দশকে ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা পংকজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল্লাহ তারেক, ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর জেলা আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নাছিরুল ইসলাম জুয়েল।
জানাজায় মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন একেএম আজিজুল বাসার সেলিম, বীরমুক্তিযোদ্ধা মোহা: আবদুল মমিন। ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, এডভোকেট গোলাম ফারুক, বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ডা. আবু আইয়ূব হামিদ, বীরমুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার খান, বীরমুক্তিযোদ্ধা মো: আলী ফারুক, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক মো: বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা ওবায়দুল কবির মোহন, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, বাসদ নেতা নাছিরুল ইসলাম মজুমদার।
share:
