শুধুমাত্র পানির সাহায্যে বিভিন্ন গাছের কলম!
স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Jul 2022, 4:55:44 PM
.jpg)

শুধুমাত্র পানির সাহায্যে বিভিন্ন গাছের কলম!
প্রথমে গাছের একটি সুস্থ সবল ডাল বাছাই করবেন, রোগাক্রান্ত কোন ডাল নিবেন না। ডালটি যেন পুরোপুরি কচি না হয় এবং বেশি বুড়োও না হয়।
ডালটি সংগ্রহ করে ডালটি ৫ইঞ্চি সাইজের করে কাটবেন আর খেয়াল রাখবেন যেন ডালটির আগে যে স্থানগুলো দিয়ে কাটা/পাতা/ডাল বের হয়েছিলো ওই অংশগুলো যেন কাটা না পড়ে সেগুলোর একটু উপরে কাটবেন। আর ডালটিতে কোন পাতা রাখা যাবে না এবং ডাল যেগুলো ৫ইঞ্চি করে কাটলেন সেগুলোর নিচের মুখ গুলো ৪৫ডিগ্রি এঙ্গেল এ কোনাকোনি করে কাটবেন, সোজা করে কাটবেন না।
একটা বোতল/গ্লাসে/মগে পানি নিন। পানিটা এমন ভাবে পাত্রে নিবেন যাতে ডালগুলো পাত্রে রাখলে ডালগুলোর ৩ভাগের ১ভাগের বেশি পানির নিচে না থাকে।
ব্যস আপনার কাজ শেষ। এখন পাত্রটা এমন একস্থানে রাখবেন যেখানে আলো বাতাস পাওয়া যায় কিন্তু রোদ আসবে না।
প্রতি ৩দিন পরপর পাত্রের পানি চেঞ্জ করে দিবেন। নয়তো দুর্ঘন্ধ ছড়াবে+ মশাদের ডিম পারতে সুবিধা হবে।
এভাবে অপেক্ষা করুন ৩সপ্তাহ। এর মধ্যেই দেখবেন ডালগুলোর যে অংশ পানির নিচে ছিলো তা থেকে শিকড় বের হওয়া শুরু হয়েছে এবং পানির উপরে থাকা অংশগুলো থেকে নতুন পাতা বের হওয়া শুরু হয়েছে। এভাবে বেশ কয়েকদিন একইভাবে যত্ন নিন। শিকড় আর পাতা বড় বড় হয়ে গেলেই তারা মাটিতে লাগানোর জন্য প্রস্তুত। মাটিতে লাগানোর সময় খেয়াল রাখবেন যেন পাতা কিংবা শিকড় কোনটা যাতে ভেঙ্গে না যায়।
share:
