তাইতো তুমি আজ নারী!!
স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Jul 2022, 5:05:41 PM

তুমি বহুরূপী সৌন্দর্যে গড়া একজন,
তুমি পারোও নিজেকে বিলিয়ে দিতে সবসময়।
তুমি সাজিয়ে তুলো নিজেকে মূর্তমান প্রতীকে,
চারিপাশকে রাখতে পারো সর্বদা হাসিময়।
তাইতো তুমি আজ নারী!!
তুমি নিজেকে যতটা না যতনে সাজিয়ে তুলো,
তার চেয়ে বড় যতনে সাজাও তোমার চারিদিক।
তুমি নিজের কষ্টের ভাগিদার করো না কাউকে,
নিজের সৌন্দর্যেই গুছিয়ে তুলো সর্বদিক।।
তাইতো তুমি আজ নারী!!
তুমি হও মা,বোন,ভাবী,খালা,মামী,
আরো কত সম্পর্কে তুমি গড়ে উঠা একজন।
তোমার এই বহুরূপী রূপে তুমি পারোও বটে,
মধুর সম্পর্কে বাঁধিয়ে দিতে কতনা জীবন।
তাইতো তুমি আজ নারী!!
তোমাকে চলতে হয় কতকিছু মানিয়ে নিয়ে,
কখনো ঘরে,আবার কখনো বাহিরের জগতে।
কখনো তুমি হও নির্মমভাবে নিষ্পেষিত,
মুখবুঁজে সহ্য করে সব উড়িয়ে দাও হাসিতে।।
তাইতো তুমি আজ নারী!!
তুমিও আজ নিজেকে পেরেছো তুলে ধরতে,
ইতিহাসের পাতায় লিখিয়েছো তা স্বর্ণাক্ষরে।
সব অন্যায়কে সূক্ষ্মহাতে কতল করে দিয়ে,
তোমার জয়ধ্বনি ছড়িয়ে দিয়েছো চারিধারে।
তাইতো তুমি আজ নারী!!
share:
