বাংলাদেশ ও ভারতের নজরুল উৎসব
স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Feb 2023, 10:18:00 AM

ঢাকায় দুই দিনব্যাপী নজরুলসংগীত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও আইজিসিসি। আগামী শুক্রবার গুলশান সোসাইটি লেক পার্কে এ আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পী। পাশাপাশি নাচ, আবৃত্তি ও আলোচনাও থাকবে। আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা; এইচএসবিসি ব্যাংক, বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান; গুলশান সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদা; কবির নাতনি খিলখিল কাজী; বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং উৎসবের আহ্বায়ক ও নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
শনিবার সমাপনী আয়োজনে নজরুলসংগীত কোষের নবপর্যায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নবপর্যায়ে ১২৫ জন শিল্পীর কণ্ঠে আদি সুরে রেকর্ড করা নজরুলসংগীত ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করা হবে। সমাপনী আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সভাপতি ইয়াকুব আলী খান ও গুলশান সোসাইটির মহাসচিব সারওয়াত সিরাজ। আলোচনায় অংশ নেবেন লেখক ও গবেষক মফিদুল হক এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর
share:
