মিল্লা মিইশ্যা করি কাজ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 21 Feb 2023, 6:05:34 AM
মোঃজহিরুল ইসলাম পাটোয়ারী
বউঃ হইতে চাইছিলাম রাজরানী,অহন তো দেহি হইলাম চাকরানী।
জামাইঃ সামনে আসছে শুভদিন, খাবার পাইবা না তিনদিন।
বউঃ কেমনে বাঁচবো সোনার চান,তুঁই তো আমার জানের জান।
জামাইঃ পামপট্টিতে কাম হইবো না,মিষ্টি কথায় চিড়া ভিজবো না।
বউঃ কেমনে কইলে কাম হইবো হেয়ান কও আমারে,
না খাইয়া কাম কইরবো বলো কোন চামারে?
জামাইঃ এই ডিপার্টমেন্ট তোমার অধীনে তুমি চিন্তা করো
না পাইরলে আর কিয়াইর বা চাকুরী ছাইড়া কাইট্টা পড়ো।
বউঃ কাইট্টা পড়ন অত সোজা না- দলিল পত্র আছে,
হিসাব কিতাব কইরা দেখো কি কি দেনা আছে।
জামাইঃ এমনেই আমার চাকরি গেছেগা বাজারে যাই না ভয়ে,
তুঁই আবার কি মাত মাতো পাঠাই দিবা কি জেলে?
বউঃ দূর পাগল কি কউ এগাইন হাতে হাত রাখো ধরি,
তর্ক-বিতর্ক বন্ধ কইরা দুইজনে মিল্লা কাজ করি।
বউ+স্বামীঃ সামনে আছে শুভদিন
সবাই মিল্লা কাজে যোগ দিন।
এক ইঞ্চি জমিও থাইকবো না অনাবাদি
আবাদ হবে সকল ফসলি জমি,
বাড়ির আশে পাশে লাগান গাছ
সবজি-ফল খান বারোমাস।
share: