বরুড়ায় ড.সুনীথানন্দ মেমোরিয়াল সোসাইিটর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,স্মৃতিবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান
স্বদেশ জার্নাল → প্রকাশ : 21 Mar 2023, 6:24:46 AM

বরুড়া উপজেলার লগ্নসার আনন্দ বৌদ্ধ বিহারে সোমবার (২০/০৩/২০২৩খ্রি.) ড.সুনীথানন্দ মেমোরিয়াল সোসাইিটর(রেজি: নং- কুমি-১৯৮০/১১) উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, স্মৃতিবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব জেড.এম.মিজানুর রহমান খান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, কুমিল্লা মহোদয়। সভাপতিত্ব করেন সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের মহোদয়। মূখ্যালোচক হিসেবে ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, উদ্বোধক ছিলেন ধর্মদূত অনুরুদ্ধ থের, বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব কামরুল হাসান রনি, আলোচক সুমনবংশ মহাথের ও সুমিত্তানন্দ থের এম.এ মহোদয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুমনানন্দ ভিক্ষু, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, শাসনানন্দ ভিক্ষুসহ অনেকেই। ড.সুনীথানন্দ মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে প্রধান অতিথি, সভাপতি, মূখ্যালোচক, বিশেষ অতিথির সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - শিক্ষার্থীদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে যাতে করে ড.সুনীথানন্দ থের এর মতোই তাদেরকেও মানুষ স্মরণ করে। তিনি আরোও বলেন, ড.সুনীথানন্দ মেমোরিয়াল সোসাইটির এই ধরনের কর্মকান্ড সমাজ ও সংগঠনের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজনানন্দ ভিক্ষু, সাধারন সম্পাদক, ড.সুনীথানন্দ মেমোরিয়াল সোসাইটি।
share:
