ক্রেডিট সইস ব্যাংকটিকে কিনে নিল ইউবিএস ব্যাংক
স্বদেশ জার্নাল → প্রকাশ : 25 Mar 2023, 9:27:55 AM

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশটির দ্বিতীয় বড় ব্যাংক ক্রেডিট সুইস কিনছে সবচেয়ে বড় ব্যাংক ইউবিএস। শেয়ারমূল্যের বিচারে প্রায় অর্ধেক দামে ক্রেডিট সুইস বিক্রি হচ্ছে।
তবে ইউবিএসকে সঙ্গে নিতে হচ্ছে বিপুল পরিমাণ লোকসান।
ক্রেডিট সুইসের বর্তমান লোকসানের পরিমাণ ৫.৪ বিলিয়ন ডলার। ব্যাংকটি কেনায় এখন এই লোকসান ইউবিএস এর সঙ্গে যুক্ত হবে।
ব্যাংকটি কেনার পর ইউবিএস ক্ষতির মুখ দেখলে তখন তাকে সহায়তা করার নিশ্চয়তা নিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ব্যাংকসহ দুটি ব্যাংক বন্ধ করার পর আবারও ২০০৮ সালের ব্যাংকিং সংকটের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলে অনেক বিনিয়োগকারী আশঙ্কা করছেন।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক রোববার বলেছে, ক্রেডিট সুইস ব্যাংক রক্ষার বিষয়টি আর্থিক বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে।
share:
