কলেজ ক্যাম্পাসে বখাটের হাতে লাঞ্চিত ভিক্টোরিয়া কলেজ উপাধ্যক্ষ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 1 Apr 2023, 9:52:16 AM

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে গত বৃহস্পতিবার (৩০ মার্চ)বখাটের হাতে উপাধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেছেন কলেজ প্রশাসন। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইউনুস মিয়া জানান, রমজান মাসে কলেজ বন্ধ। উচ্চমাধ্যমিক শাখার দশতলা ভবনের একটি কর্নারে যুবক, যুবতীকে দেখে কর্মচারীরা। তাদের ক্যাম্পাস থেকে বের হতে বললে কর্মচারীদের মারতে ধরে।বিষয়টি তাৎক্ষনিক উপাধ্যক্ষ মহোদয়কে তারা অবহিত করে। উপাধ্যক্ষ গিয়ে তাদেরকে কলেজ ত্যাগ করার কথা বললে যুবকটি স্যারের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। স্যারকে মারতে ধরে এবং ছেলেটি বলে আমার বাড়ি এখানে তুমি মিয়া কলেজের কে?ছেলেটি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়, কিন্তু পড়া লেখা করে না। উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী বলেন,বিষয়টি দুঃখ জনক। ঘটনার সাথেসাথে আমরা কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্ত ছেলে মেয়ের ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে কান্দিরপাড় ফাঁড়ি ইনচার্জ তপন বাকচী স্যারের সাথে কথা বললে জানান খবর পাওয়ার পরপরই আমরা কলেজে যাই কিন্তু অভিযুক্ত ছেলে মেয়ে দুজনই তার পূর্বেই কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।কলেজ প্রশাসন মৌখিকভাবে জানিয়েছেন, লিখিত অভিযোগ করেনি।
share:
