ঢাকায় পুলিশের ব্লকরেইড ও বিশেষ অভিযান শুরু
স্বদেশ জার্নাল → প্রকাশ : 12 Aug 2022, 5:30:22 AM

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় ব্লকরেইড ও বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ (১১ আগস্ট) রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান শুরু হয়েছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে। বুধবার (১০ আগস্ট) ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নাশকতা, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ এবং সোশাল মিডিয়া, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধকল্পে আগে থেকেই অপরাধ দমনে প্রস্তুতি গ্রহণ ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে কোনও সন্ত্রাসী/নাশকতাকারী/জঙ্গি গ্রুপ যাতে কোনও বাসা, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ যেকোনও এলাকায় আশ্রয় বা অবস্থান নিতে না পারে সেজন্য এলাকাভিত্তিক ব্লকরেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা এবং অনলাইনে গুজব ও অপপ্রচার রোধে ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ব্লকরেইড ও বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
share:
