স্বাস্থ্য সেবার মান নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Sep 2022, 2:11:43 PM


বেসরকারি হাসপাতাল ক্লিনিক যতক্ষণ পর্যন্ত মান সম্মত চিকিৎসা দেয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি আজ কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ৬ জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১৭শ অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।
অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় কুমিল্লা-৫ আসনের (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা-২ আসনের (হোমনা-তিতাস) সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এছাড়া স্বাস্থ্য বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, মেডিকেল এডুকেশন এর মহাপরিচাল একেএম আমিরুল মোর্শেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৬ জেলার ২৯ টি প্রকল্পের উদ্বোধন করা হয়। এছাড়া এসব জেলার স্বাস্থ্যবিভাগের বরাদ্দপত্র স্ব স্ব সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্য মন্ত্রী সমাবেশে বক্তব্য রাখাকালীন সময়ে বলেন, বাংলাদেশে এখন মানুষ না খেয়ে থাকে না। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। ওষুধের অভাব নাই। বেডের অভাব নাই। আগে বেড ছিলো ১০/১৫ হাজার , আর এখন দেড় লক্ষ্য বেড আছে। বর্তমানে সব বড় বড় হাসপাতালে আইসিইউসহ আধুনিক চিকিৎসা সেবার ব্যবস্থা হয়েছে। বাংলাদেশে কোন ওষুধের ঘাটতি নাই। ৩০ কোটি ভ্যাকসিন দেয়া হয়েছে বিনামূল্যে।
কুমিল্লার স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, উন্নত সেবার জন্য আর ঢাকায় যেতে হবে না, সব কুমিল্লাতেই সম্ভব। যদি আরো কিছু প্রয়োজন তাও পর্যায়ক্রমে হয়ে যাবে। কুমিল্লায় দিন দিন স্বাস্থ্য সেবার মান বাড়ছেই বরং কমেনি।
share:
