যেকোনো সময় বিজয় ঘোষণা করতে পারে রাশিয়া’
স্বদেশ জার্নাল → প্রকাশ : 17 Sep 2022, 5:12:39 PM

রাশিয়া ইচ্ছা করলে যেকোনো সময় বিজয় ঘোষণা করতে পারে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী গারগেলি গুলিয়াস। রুশ সংবাদমাধ্যম তাস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের গোলটেবিল আলোচনায় ইউক্রেনের সংঘাত সম্পর্কে দৃষ্টিভঙ্গি নিয়ে গারগেলি গুলিয়াস এই মন্তব্য করেন।
তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়া উভয়েই নিজেদেরকে এমন পরিস্থিতিতে খুঁজে পেয়েছে যা থেকে বেরিয়ে আসতে তাদের কঠিন সময় পার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ‘শান্তির সম্ভাবনা’ খুবই ‘কম’। তবে মস্কো এমন সুবিধাজনক অবস্থানে রয়েছে যে তারা চাইলে ‘প্রায় যেকোনো মুহূর্তেই’ বিজয় ঘোষণা করতে পারে।
share:
