বর্ষা-বরণ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 12 Jul 2022, 7:10:30 PM
অধ্যাপক পরিমল কান্তি পাল।।
প্রকৃতির নির্মল নির্ঝর আষাঢ়-শ্রাবণ,
জলদান ফলদান আর তাপ নিবারণ।
খরার অবসানে আকাশে নীরদের খেলা,
তরঙ্গিত নদীর বুকে রবি-শশীর মেলা।
বর্ষণে আপ্লুত নদ-নদী খাল-বিল-ঝিল,
ভাসমান মাঠঘাট জলকুল কিলবিল।
তরী বেয়ে চলে মাঝি সদা জীবিকার তরে,
নীড়হারা পাখিসব শেষে মহাকাশে উড়ে।
ভিজে কাক বাঁশবাগানে ভরা পুকুর পাড়ে,
গরু ডাকে হাম্বারবে গোয়ালে যাবার তরে।
কলসি কাঁখে গৃহবধূ গাঁয়ের মেঠো পথে,
মা-ঋতুর পরশ লাগে সকল দেহরথে।
ষড়্ঋতুর বৈচিত্র্যে বিশ্বকবির মনীষা,
'যৌবনে বসন্ত বার্ধক্যে শরৎ বাল্যে বর্ষা'।
অবসরে কল্পনা আর গল্প শোনার কাল,
ঋতু আবাহনে শিশু-কিশোর কবিয়াল।
ঋতুচক্রে আসে বর্ষা বঙ্গে নবরূপ ধরে,
আনন্দ-বেদনা বার্তা মেঘমালার ডোরে।
সৃষ্টির সুষমায় জাগো মাতা বসুমতী,
অচিরেই ঘুচে যাক বন্যার্তের দুর্গতি।
share: