...
ব্রেকিং নিউজ
সিগারেট বাকীতে না দেয়ায় দোকানীকে ছুরিকাঘাতে হত্যা ⁜ স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ⁜ শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবে ---শফিউদ্দিন শামীম (এমপি) ⁜ বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ⁜ বিভিন্ন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীবর্গদের সাথে বরুড়া পৌরসভা মেয়র বকতার হোসেন'র সৌজন্যে সাক্ষাত ⁜ বরুড়ায় মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন মসজিদের পরিচ্ছন্নতায় উপকরণ সামগ্রী বিতরণ ⁜ বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য শফিউদ্দিন শামীম'র সাথে জনকল্যাণ সমিতির শুভেচ্ছা বিনিময় ⁜ কুমিল্লার ৪ আসনঃ শপথ নিলেন দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদ ⁜ কুমিল্লা-৪ আসন: ঈগলের থাবায় ডুবল নৌকা! ⁜ কুমিল্লায় ৭টিতে আওয়ামীলীগ আর ৪টিতে স্বতন্ত্র বিজয়ী,নতুন মুখ ৬ ⁜

অটোমুক্ত কান্দিরপাড়, নিয়মিতই থাকুক

স্বদেশ জার্নাল → প্রকাশ : 16 Oct 2022, 5:31:34 PM

image06
logo

মাসুক আলতাফ চৌধুরী ।।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচনী প্রতিশ্রুতির পথে হাঁটা শুরু করেছেন। শহরে জরুরি মাইকিং হয়েছে। প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের নির্দিষ্ট এলাকায় সব ধরনের অটো- ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, মিশুক,ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে। নির্বাচনে প্রতিশ্রুত অগ্রাধিকার জল ও যানজটমুক্ত নগরী। যানজট নিরসনে আপাততঃ কান্দিরপাড় এলাকাকে মুক্ত রাখাই প্রথম লক্ষ্য। ইতিমধ্যে জলজট নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে সভা চলছে।

কান্দিরপাড় যানজটমুক্ত রাখতে একই সিদ্ধান্ত সময়ে সময়ে কার্যকর হয়েছিল। তবে নিয়মিত কেউই করেন নি বা রাখেন নি। এবার নিয়মিত হবে হয়তো। তবে নতুন করে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন নাগরিকরা। অনেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন।

চলাচল নিষিদ্ধ থাকবে শুধুমাত্র কান্দিরপাড় এলাকায়। শহরের প্রধান চারদিকের পাঁচ সড়ক দিয়ে কান্দিরপাড় এলাকায় প্রবেশ করতে পারবে না। উত্তরে জিলাস্কুল, পূর্বে রাজগঞ্জ, পশ্চিমে রাণীবাজার সড়কের কাত্যায়নী কালীবাড়ি ও পুলিশ লাইন, দক্ষিণে সালাউদ্দিনের মোড় পর্যন্ত। এর ভেতরের পুরো এলাকাই কান্দিরপাড় এলাকা হিসেবে ধরে নিলাম। ছোট নগরীর এই পাঁচটিই প্রধান সড়ক যা কান্দিরপাড়ে এসে মিলিত হয়। এতটুকু এলাকা যানজটমুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ। চাহিদার তুলনায় সরু প্রধান এসব সড়কে যানবাহনের চাপ কমাতেই এ ব্যবস্থা। তবে সাধারণ প্যাডেল চালিত রিকশা ও গাড়ি চলাচল করবে স্বাভাবিক- আগের মতোই। সহসাই শুরু হবে এই নিয়ম।

সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। নিয়ন্ত্রণ ও তদারকিও করে পুলিশ। সিটি কর্পোরেশনের সাথে সমন্বিতভাবে কাজ করবে পুলিশ।

কতো অটো শহরের সড়কে প্রতিদিন চলাচল করে তার কোন সঠিক হিসাব নেই সিটি কর্পোরেশন বা পুলিশের ট্রাফিক বিভাগে,ধারনাগত একটা হিসাব আছে । কারণ প্যাডেল চালিত রিকশার লাইসেন্স হয়, কিন্তু অটো যান্ত্রিক না অযান্ত্রিক এ সিদ্ধান্ত মন্ত্রণালয় আজও না দিতে পারায় অবৈধ ভাবেই চলছে। তবে সড়কে চাহিদার তুলনায় চলাচলকারী অটোর সংখ্যা অনেক বেশি নিঃসন্দেহে বলা যায়। এর সাথে খেটে খাওয়া সাধারণের সহজ জীবিকা জড়িত হওয়ায় অবৈধ হলেও এর মানবিক দিক রয়েছে, যে সুবাদে চলাচল করছে। এতে নাগরিকদেরও চলাচল সহজহয়,সাশ্রয়ীও বটে।

ট্রাফিক পুলিশে লোকবল পর্যাপ্ত নয়। এ অবস্থায় সিটি কর্পোরেশন নিজ ব্যবস্থাপনায় কমিউনিটি পুলিশিং কর্মী দিয়ে সহায়তা করবে। এটা ভালো দিক। তারা পুলিশের অধীনেই কাজ করবে। কারণ যে পাঁচটি পয়েন্টে গিয়ে অটো থেমে যাবে সেখানে অটোষ্ট্যান্ড গড়ে উঠবে আবার যাত্রী নিতে। ফলে সড়কের মুখগুলোতে তৈরি হবে যানজট। তাই প্রতিটি পয়েন্টে কর্মী লাগবে।

পশ্চিমাংশের রাণীবাজার সড়ক কান্দিড়পাড় সংলগ্ন কাত্যায়নী কালীবাড়িতে এসে শেষ হবে নাকি আড়ং পয়েন্টে হবে শুরু হলেই তা বুঝা যাবে,ভাবনাটা থাকুক। এসবই সম্পূরক কাজ। লক্ষ্য বাস্তবায়নে ও ফলপ্রসূ করতে এগুলো লাগবেই।

সিটি কর্পোরেশনের শহরের ব্যস্ততম সড়কে সিসিক্যামেরা প্রকল্প চালু হয়েছিল। যানজট মনিটরে বেশ কার্যকর হয়েছিল। পুলিশ বিভাগ এটি মনিটর করতো। স্বয়ং পুলিশ সুপার অফিসে বসে পুরো শহরের যানচলাচল দেখতে পেতেন, নিতে পারতেন তাৎক্ষণিক ব্যবস্থা। তিনি ওয়্যারলেস সেটে আদেশ দিলে নিমিষেই ট্রাফিক কন্ট্রোল হয়ে পরতো, এর সুফল নাগরিকরা পেয়েছিল। ওই প্রকল্পও চালু হচ্ছে, এমনটাই জানা। তবে এবার পূর্ণাঙ্গভাবে চালু হওয়া প্রয়োজন। কারণ অপরাধ দমনেও এর ভূমিকা ব্যাপক।

অটো শহরে চলাচল করবে। অন্যান্য সড়কে। বন্ধ হচ্ছে না। ভুল বার্তা যেন না ছড়ায়। সব কাজেরই দু'টো পক্ষ দাঁড়িয়ে যায়।

নিষেধ অমান্য করলে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে। এটাই নিয়ম। তবে প্রবেশে কড়াকড়িই ভালো- আটকে দেয়া। চোখ ফাঁকির শাস্তি সাময়িক- সংক্ষিপ্ত থাকুক। দ্রব্যমূল্যের উচ্চ সময়ে ক্ষুধার যোগাড়ে- খাবার কিনতেই হিমসিম অবস্থা ৬৮ ভাগ মানুষের। যাদের একটা বড় অংশ অটো চালিয়ে সংসার চালায়। আটকিয়ে পুলিশ লাইন নিয়ে গেলে জামিন-ছুটিয়ে আনা তাদের জন্যে অনেক বড় শাস্তি হয়ে দাঁড়ায়, তাদের দিকটা বেশি করে ভাবনাজুড়েই থাকুক।

নাগরিকদের সাময়িক অসুবিধা একটু হতে পারে। নির্দিষ্ট পয়েন্টে এসে অটো ছেড়ে দিতে হবে। তারপর সাধারণ রিকশায় বা পায়ে হেটে কান্দিরপাড় এলাকায় ঢুকতে হবে। নতুবা শুরুতেই সাধারণ রিকশায় চড়ে আসতে হবে। সাধারণ রিকশা অটোর দাপটে প্রায় শহর ছেড়েছে অনেক দিন। এই সুযোগে হয়তো তাদের সংখ্যা বাড়বে, সহজে মিলবে।

কাজটা শুরু হোক। সুবিধা- অসুবিধা তখনই বুঝা যাবে। সুবিধা সবাই নির্দ্বিধায় মেনে নেবে। অসুবিধা হলে প্রতিবাদ চলবে। সিটি কর্পোরেশন নাগরিক সুবিধাকেই প্রাধান্য দেবে। আর নিয়ম হয়ে গেলে সবাই মানবে। কোন কাজ শুরু থেকে মানিয়ে নিয়মে পরিনত করা পর্যন্ত পৌঁছা সত্যিই বড় চ্যালেঞ্জ।

লেখকঃ

মাসুক আলতাফ চৌধুরী ,সাংবাদিক। কুমিল্লা।


share:
Today
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সময়
সর্বশেষ
➤ সিগারেট বাকীতে না দেয়ায় দোকানীকে ছুরিকাঘাতে হত্যা
➤ স্বাস্থ্য সেবায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
➤ শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা দিতে হলে প্রথমে শিক্ষকদেরকে প্রশিক্ষিত হতে হবে ---শফিউদ্দিন শামীম (এমপি)
➤ বরুড়ায় অবৈধ ভাবে ড্রেজার মেশিনে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
➤ বিভিন্ন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীবর্গদের সাথে বরুড়া পৌরসভা মেয়র বকতার হোসেন'র সৌজন্যে সাক্ষাত
➤ বরুড়ায় মরহুম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন মসজিদের পরিচ্ছন্নতায় উপকরণ সামগ্রী বিতরণ
➤ বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য শফিউদ্দিন শামীম'র সাথে জনকল্যাণ সমিতির শুভেচ্ছা বিনিময়
➤ কুমিল্লার ৪ আসনঃ শপথ নিলেন দেবিদ্বারের এমপি আবুল কালাম আজাদ
➤ কুমিল্লা-৪ আসন: ঈগলের থাবায় ডুবল নৌকা!
➤ কুমিল্লায় ৭টিতে আওয়ামীলীগ আর ৪টিতে স্বতন্ত্র বিজয়ী,নতুন মুখ ৬
➤ কুমিল্লা ৪ আসনে ঈগলের ঝাপটায় ডুবল নৌকা!
➤ দেবীদ্বারে স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেয়ায় , সেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ
➤ ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়
➤ আগামী ৭ তারিখ প্রমাণ করতে হবে কুমিল্লার জনগন শেখ হাসিনার পক্ষে,উন্নয়নের পক্ষে, গনতন্ত্রের পক্ষে - এমপি বাহার
➤ কুমিল্লার ১১টি আসনের ৯৩ জন প্রার্থী শেষ দিনে জমজমাট প্রচারণা
➤ চৌদ্দগ্রামে মুজিবুল হকের নির্বাচনি জনসভায় মানুষের ঢল নেমেছে
➤ কুমিল্লা-৬ আসনের বাহার ও সীমার মধ্যে ভোটের লড়াই দেখতে পাচ্ছেন না ভোটাররা
➤ কুমিল্লা ৪ আসনে অন্য প্রার্থীর এজেন্ট সেজে কাজ করছেন মেয়রসহ নৌকার গুরুত্বপূর্ণ সমর্থকরা
➤ কুমিল্লা-৫ বুড়িচং সদরে নৌকা প্রতীকের গণমিছিলে জনতার ঢল
➤ বরুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
➤ বাসের জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বাচঁলো ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
➤ তরুন সংগঠক সাংবাদিক বেলাল হোসেন রাজু
➤ শিল্পসাহিত্যের ছোটকাগজ 'স্মৃতির পাতা'
➤ নারী নেত্রী নাছরিন আক্তার মুন্নি
➤ বরুড়া গামারুয়া জাগ্রত সমাজকল্যাণ সংগঠনের নব গঠিত কমিটি ঘোষণা
© All rights reserved © 2022 swadeshjournal.news
Design & Developed by : alauddinsir