জোড়া গোলে রাওলের রেকর্ড পার করলেন বেনজেমা

স্বদেশ জার্নাল → প্রকাশ : 16 Feb 2023, 6:12:19 PM

image06

ঘরের মাঠে এলচের বিপক্ষে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এই জোড়া গোলে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গঞ্জালো রাউলের গোলের রেকর্ড ভেঙেছেন করিম বেনজেমা।

এলচের বিপক্ষে প্রথম গোল করার পরই রিয়ালের জার্সি গায়ে করিম বেনজেমার গোল হয়ে যায় ২২৯টি। সে সঙ্গে পেছনে ফেলে দেন রাউল গঞ্জালেজকে। রিয়ালের হয়ে রাউল করেছিলেন ২২৮ গোল। গত মাসেই রিয়ালের আরেক লিজেন্ড আলফ্রেডো ডি স্টেফানোকে পেছনে ফেলেছিলেন বেনজেমা।

বেনজেমার মোট গোল এখন ২৩০টি। সে সঙ্গে লা লিগায় সর্বোচ্চ গোলতাদাদের তালিকায় সে পাঁচজনের মধ্যে উঠে এসেছেন তিনি।

করিম বেনজেমাকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘করিম এমন একজন ফুটবলার, যিনি শুধু একজন ফরোয়ার্ডই নন, তিনি একজন সম্পূর্ণ খেলোয়াড়। দলের সবাইকে অসাধারণ খেলেন করিম। সবাইকে একটি দলে পরিণত করেন। যেমন আজ রাতে (এলচের বিপক্ষে ম্যাচে) রদ্রিগোকে দিয়ে খেলিয়েছে।’


Share

বিজ্ঞাপন
© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir