কুমিল্লা-৫ বুড়িচং সদরে নৌকা প্রতীকের গণমিছিলে জনতার ঢল
স্বদেশ জার্নাল → প্রকাশ : 5 Jan 2024, 7:28:48 AM
আজিম উল্যাহ হানিফ:
কুমিল্লা -৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে নৌকা প্রতীকের সমর্থনে বুড়িচং উপজেলা সদরে গণমিছিলে জনতার ঢল। বুড়িচং এরশাদ ডিগ্ৰী কলেজ গেইট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান এবং উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ।
মিছিলে উপস্থিত ছিলেন এ্যাটুনী জেনারেল এডভোকেট মোঃ শামীম খান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন বাচ্চু, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, ইছাক মেম্বার, সহ-সভাপতি হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, হাবিবুর রহমান চান মিয়া, মিজানুর রহমান, মুক্তি যোদ্ধার সন্তান কমিটির নেতা শরীফ খান, আবু ইসলাম, যুবলীগ নেতা মাহবুবুর রহমান ওয়ালটন,মোতাহের হোসেন, জহিরুল ইসলাম, রফিক মিয়াজী, জহিরুল ইসলাম ২, উপজেলা ছাত্র লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, শাহাব উদ্দিন সোহাগ প্রমূখ। এসময় বক্তারা , আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীককে বিজয় করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
share: