কুমিল্লা বোর্ডের এইচএসসি তে ফল পরিবর্তন ১৭১ জনের

স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Mar 2023, 12:57:06 AM

image06

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসির পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে।

শুক্রবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য ছয় হাজার ৭৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়। নতুন করে জিপিএ-৫ পায় ৩৩ জন। ফেল থেকে পাস করে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।

২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮ ফেব্রুয়ারি ঘোষিত হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক সাত দুই শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে ৭৭ হাজার ৯০৭জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।


Share

© All rights reserved © 2022 swadeshjournal.news Design & Developed by : alauddinsir