তুমি ফিরতে চাইবে একদিন
স্বদেশ জার্নাল → প্রকাশ : 7 Aug 2023, 3:46:02 PM

তুমি ফিরতে চাইবে একদিন
খাজিনা খাজি
তুমি ফিরতে চাইবে একদিন
ক্ষয়ে যাওয়া আলোর এক নিষ্প্রভ সন্ধ্যায়,
হেমন্তের দিনে কাশফুলের শুভ্রতায়
পাতা ঝরা বসন্তের ঝরা পাতার খেলায়।
নতুন কিশলয়ের সাজে নির্মল হাওয়ায়
শ্রাবণ বিকেলে গগনের ঘন বরষায়,
চৈত্রের কাঠফাটা দুপুরের উত্তপ্ততায়
কালবৈশাখী ঝড়ে শুভ্র শিলার মায়ায়।
তুমি ফিরতে চাইবে একদিন
নীলিমা ছড়ানো আকাশে সাদা মেঘে উড়ে যাওয়ায়,
নির্মল করের উজ্জ্বল এক উষায়
ঝুমঝুম বৃষ্টির মুহু মুহু অঝোরে ঝরে পড়ায়।
তুমি ফিরতে চাইবে একদিন
মাঘীপূর্নিমার রাতে ভরা জোসনায়,
আলো হারিয়ে অমাবস্যায় নিকষ কালোয়ে
দূর আকাশে সপ্তর্ষিমন্ডলের লুকোচুরি খেলায়।
তুমি ফিরতে চাইবে ঠিক ফিরবে জানি
কত আলোক বর্ষ হয়তো যাবে পেরিয়ে,
একলা যখন হবে একা সঙ্গ শুধু নিঃসঙ্গতা
লক্ষ তারার পানে চেয়ে চেয়ে খুঁজবে ।
বহু ক্রোস পথ পেরিয়ে সুদুর প্রান্তে নদীর তীরে বসে
যেখানে পাথর গুলোও সঙ্গহীন অপেক্ষমান সঙ্গীর খুঁজে,
কিন্তু আমাকে আর খুঁজে পাবেনা
আর খুঁজে পাওয়া সম্ভবও হবেনা।
share:
