দাউদকান্দিতে সাউন্ড বক্সে মিললো ২২ কেজি গাঁজা
স্বদেশ জার্নাল → প্রকাশ : 11 Aug 2022, 8:47:59 AM
দাউদকান্দিতে সাউন্ড বক্সের ভিতর থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। এঘটনায় আটক করা হয়েছে পিকআপ চালক।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড এলাকা থেকে কুমিল্লাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৪-০৯৯৫) তল্লাশী চালিয়ে সাউন্ড বক্সের ভিতর থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পিকআপ তল্লাশী চালিয়ে দুটি সাউন্ড বক্সের ভিতরে ১ কেজি করে থাকা ২২ টি পলিথিনের প্যাকেট থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় পিকআপ চালক মোঃ আজাদ হোসেন (২৩) কে।
আটককৃত মোঃ আজাদ হোসেন ফেনী সদর থানার দুলা মিয়া (পদুয়া দীঘির পাড়) গ্রামের মোঃ হোসেন মিয়ার ছেলে।
বর্তমানে সে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ফাল্গুনকরা গ্রামের পারুল ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া।
এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হবে।
share: