কৃষি তথ্য সার্ভিস সম্মাননা পেলেন চান্দিনার কৃষি অফিসার মনিরুল হক রোমেল
স্বদেশ জার্নাল → প্রকাশ : 18 Jun 2022, 6:09:25 PM

মো: মহসিন মিজি।।
‘‘চাষের কথা চাষির কথা, পাবেন পড়লে কৃষি কথা’’ এ স্লোগানটি মনে করিয়ে দেয়, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস কর্তৃক প্রকাশিত কৃষিবিষয়ক মাসিক প্রকাশনা `কৃষিকথা’র। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ সরকার ভর্তুকী দিয়ে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক আজও প্রকাশ করে চলছে কৃষিকথা। ‘কৃষিকথা ‘ কৃষি তথ্য সার্ভিস’র ইতিহাস ও ঐতিহ্য যুগযুগ ধরে বহন করে আসছে। দেশ বরেণ্য কৃষি বিজ্ঞানী, বিশ্ববিদ্যিালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের কৃষি বিশেষজ্ঞগণের লিখিত, কৃষির নতুন নতুন প্রযুক্তি, অধিক ফলনশীল ফসলের জাত, রোগ ও পোকামাকড়ের আধুনিক ব্যবস্থাপনা, কবিতা, প্রশ্নত্তোর, আগাম কৃষি বার্তা এবং কৃষির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে লিখা কৃষিকথায় ছাপানো হয়। এই কৃষিকথা পাঠ করে দেশের অসংখ্য কৃষক, ছাত্র, জনতা আধুনিক প্রযুক্তি গ্রহন করে অধিক ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন। বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ হওয়ার পিছনে কৃষিকথার ভূমিকা অপরিসীম। দেশের এ সমৃদ্ধিকে অব্যাহত রাখার উদ্দেশ্যে কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা অঞ্চল ও জেলা পর্যায়ে সর্বোচ্চ কৃষিকথার গ্রাহক সংগ্রহকারীকে শুভেচ্ছা স্বারকসহ ক্রেস্ট প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। যার ফলস্রতিতে কুমিল্লা চান্দিনা উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল রেকর্ড পরিমান কৃষিকথার গ্রাহক সংগ্রহ করে, কৃষি তথ্য সার্ভিস সম্মাননা অর্জন করেন। গত ২৯/০৫/২০২২ তারিখে কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা কর্তৃক আয়োজিত একটি কর্মশালা অনুষ্ঠানে, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক, কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পরিচালক (ভাঃপ্রাঃ), ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, উপপরিচালক, হার্টিকালচার সেন্টার, কুমিল্লা; কৃষিবিদ শাহনাজ রহমান, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা; কৃষিবিদ ড. মোঃ রফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ব্রি, কুমিল্লা; ড. মোঃ আমানুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক। সার্বিক আয়োজনে ছিলেন, কৃষিবিদ মোঃ মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।
share:
