টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু চূড়ান্ত
স্বদেশ জার্নাল → প্রকাশ : 21 Sep 2022, 6:52:05 PM
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত। ২০২৩ সালের জুনে চলতি চক্রের ফাইনাল হবে ইংল্যান্ডের ওভালে। আর ২০২৫ সালের ফাইনাল হবে ইংল্যান্ডের লর্ডসে।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
২০১৯ সালের ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সাউথ্যাম্পটনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা ঘরে তুলেছিল নিউজিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনালে।
এ বারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্টের হার ৬০। পরের তিন স্থানে আছে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান।
ফাইনালের আয়োজক দেশ ইংল্যান্ড সাত নম্বরে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের ওপরে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ দুই দল নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
share: