এ প্রস্তাব না মানলে ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী: রুশ পররাষ্ট্রমন্ত্রী
স্বদেশ জার্নাল → প্রকাশ : 27 Dec 2022, 1:53:48 PM
ইউক্রেনে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বেসামরিকীকরণ ও নাৎসিবাদমুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিকীকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব কিয়েভ ভালো করেই জানে। এই প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের। তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
লাভরভ বলেন, কথা খুব সহজ। নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।
পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য এমন সময়ে এলো যখন রাশিয়ার প্রতিরক্ষাবাহিনী দাবি করেছে, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে তিনজন নিহত হয়েছেন।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাশিয়া-১’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, কাদের ওপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২২ সাল।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু পরে তাদের অন্য ভূমিকায় দেখা গেছে।
এ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি আমরা বিশ্বস্ত বন্ধুও খুঁজে পেয়েছি।
share: