রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর ১০০ তম নিয়মিত সভা
স্বদেশ জার্নাল → প্রকাশ : 13 Jul 2022, 5:01:33 PM
.jpg)

ফলভাবে সম্পন্ন হলো রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর ১০০ তম নিয়মিত সভা। নতুন-পুরনোদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল শততম সভাটুকু। সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা মহানগর এর অতীত সভাপতি ও ডেপুটি গভর্ণর রোটা. মাসুক আলতাফ চৌধুরী, রোটারী ক্লাব অব কুমিল্লা মহানগর এর সহ-সভাপতি ও রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর প্রতিষ্ঠাতা আরসিসি রোটা. মহিউদ্দিন লিটন, রোটারী ক্লাব অব কুমিল্লা মহানগর এর সচিব ও রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর আরসিসি রোটা. আয়েশা সিদ্দিকা, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার অতীত সভাপতি রোটা. আব্দুল্লাহীল বাকী, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডিস্ট্রিক্ট এডিআরআর রো. নয়ন দেওয়ানজী, প্রতিষ্ঠাতা সচিব রো. জিয়াউল আরেফিন তুহিন, অতীত সভাপতি ও রিজিওনাল রিপ্রেজেনটেটিভ রো. আবু নেছার উদ্দিন, আইপিপি রো. মাঈনুল আরেফিন তমাল, রোটার্যাক্ট ক্লাব অব লালমাই এর অতীত সভাপতি ও ডিআরআর ফাউন্ডেশন কমিটির সদস্য রো. জুয়েল রানা, আইপিপি ও জোনাল রিপ্রেজেনটেটিভ রো. সৈয়দ সাইদুল হক, সহ-সভাপতি রো. শরীফুল ইসলাম, ময়নামতির অতীত সভাপতি ও ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি রো. মোফাজ্জল হোসেন রনি, ময়নামতির বর্তমান সভাপতি রো. মাসুমুল বারী কায়সার, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার বর্তমান সভাপতি রো. সাইফ বাবু, সার্জেন্ট এট আর্মস রো. আদিব হাসনাত, সদস্য নয়ন ধর, রংতুলি ফাউন্ডেশনের সদস্য নাজমুল, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের চার্টার সদস্য রো. মো. আজিম, রো. আবু হানিফ সুজন, রো. আব্দুস সালাম সামি, বর্তমান রোটাবর্ষের সেক্রেটারি রো. টিটু মজুমদার, জয়েন্ট সেক্রেটারি রো. ইউসুফ আলী সুমন ও রো. সনি মজুমদার, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রো. অরুনা আক্তার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. রাব্বি খন্দকার, ট্রেজারার রো. শাকিল মিয়াজি সহ মালেক-নূরজাহান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ হোসেন, সহ প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান রাসেল এবং একঝাঁক সুবিধাবঞ্চিত শিশুরা। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করার মধ্য দিয়ে শুরু হয় রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর শততম সভাটি। এরপর পর্যায়ক্রমে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, রোটার্যাক্ট প্রত্যয় পাঠ এবং আগত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শততম সভা উপলক্ষে উপস্থিত সকলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় মালেক-নূরজাহান ফাউন্ডেশনের সৌজন্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। কেক কাটা এবং আপ্যায়ণের মধ্য দিয়ে শততম সভাটির সমাপ্তি ঘোষণা করেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের বর্তমান সভাপতি রো. পিন্টু চন্দ্র সরকার ।
share:
