বরুড়ায় এইচ এস সি পরীক্ষায় নকল করার অপরাধে তিনটি কেন্দ্রে ১১ জন শিক্ষার্থী বহিষ্কার
স্বদেশ জার্নাল → প্রকাশ : 5 Jul 2024, 10:01:45 AM
মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় এইচ এস সি ও আলিম পরীক্ষায় নকল করার অপরাধে তিনটি কেন্দ্রে ১১জন শিক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা তিনটি কেন্দ্র থেকে নকল করা ও মোবাইল রাখার অপরাধে ১১ জন শিক্ষার্থী কে বহিষ্কার করেছে উপজেলা প্রশাসন।
এদিন মাদরাসা বোর্ডের বাংলা ১ম পত্রে নকল করা ও মোবাইল রাখার অপরাধে বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বহিস্কৃত শিক্ষার্থীদের মধ্যে অলিতলা ফাজিল মাদরাসা ৪ জন, বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার ২ জন, শশাইয়া ও খলারপাড় ফাজিল মাদরাসা ১ জন করে শিক্ষার্থী রয়েছে।
এ ছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নকল করার অপরাধে কলেজ হল সচিব বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র থেকে ১ জন ও আড্ডা ডিগ্রি কলেজ ২ জন শিক্ষার্থী কে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, এ বিষয়ে তিনি বলেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে নকল বিহীন পরীক্ষার বিকল্প নেই।
share: