চলচিত্র উৎসব -"আমার ভাষার চলচিত্র ১৪২৯"
স্বদেশ জার্নাল → প্রকাশ : 6 Feb 2023, 9:19:24 AM

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ২১তম চলচ্চিত্র উৎসবের আসর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। এই উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে।
আলমগীর কবিরের ‘সীমানা পেরিয়ে’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছে বাংলা ভাষার চলচ্চিত্রের সবচেয়ে বড় এই উৎসবের ২১তম আসরের। এছাড়াও উদ্বোধনী দিনে আরও প্রদর্শিত হয়েছে শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ (দুপুর ১টায়), মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ (বিকেল ৩মিনিটে ৩০মিনিটে) এবং মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ (সন্ধ্যা ৬টা ৩০মিনিটে)। এবারের আয়োজনে প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ নামে উন্মুক্ত আলোচনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এবং আরও অনেকে। ২০০২ সাল থেকে বাংলা চলচিত্রের ব্যপ্তি ঘটানোর লক্ষ্যে এবং মহান শহিদদের স্মরনে সাফর্যের সাথে বিশটি আসর আয়োজন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচিত্র সংসদ।
share:
