কবি খাজিনা খাজির কাব্যগ্রন্থ "দাহকালের কাব্য" এর মোড়ক উন্মোচন
স্বদেশ জার্নাল → প্রকাশ : 26 Feb 2023, 4:22:22 PM

গতশনিবার ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ছয়টায় ঢাকাস্হ পাঠক সমাবেশ কেন্দ্র, কাঁটাবন শাখায় কবি খাজিনা খাজির "দাহকালের কাব্য" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সন্ঞালনায় ছিলেন তুহিন আহম্মদ প্রজন্ম।পরিচালনায় ছিলেন কবি ও প্রকাশক আর মুজিব।অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ফিন্যান্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান কাজী মুজিবুর রহমান স্যার।
এক্স ক্যাডেট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাইফুল ইসলাম।কবিদের মধ্যে ছিলেন
কবি দিলারা হাফিজ
কবি সাকিরা পারভিন
কবি পাপড়ি
কবি মুনিসিং।উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র মাহাদি এবং পলক হিরা।সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী স্বপন, রায়হানুল হক সুন্দর, আনাছ, জাহিন আবরার প্রমুখ।
share:
