বর্তমান সরকার ও এই নির্বাচন কমিশনের অধিনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 18 Mar 2023, 5:27:43 PM

সরকার অতীতের মতো একই কায়দায় নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ মার্চ) সকালে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, হাসিনা সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। মানুষকে বোকা বানিয়ে নির্বাচন করতে চাইলে জনগণ উত্তাল তরঙ্গের মতো সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।
সম্প্রতি ঘটা বিস্ফোরণ সহ সব ঘটনার দায় সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এসময়, আগামী ১৮ মার্চ সকল মহানগরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।
বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। আজকের মানববন্ধন কর্মসূচিও একযোগে পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। রাজধানীর পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন চলছে।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
share:
