বৃষ্টি যখন আইরিশদের আশীর্বাদ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 20 Mar 2023, 1:34:45 PM

প্রথম ওয়ানডে বড় ব্যবধানে হেরেছে। দ্বিতীয়টিতেও একদম কোণঠাসা অবস্থায় আয়ারল্যান্ড। জিততে হলে করতে হবে ৩৫০ রান। শক্তিমত্তা বিবেচনায় যা কিনা কার্যত অসম্ভবই হবে সফরকারীদের জন্য।
এমন অবস্থায় আইরিশদের ত্রাণকর্তা হতে পারে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি পড়েছে বৃষ্টির বাধায়। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর রান তাড়ায় নামতে পারেনি আইরিশরা।
এর আগে আইরিশ বোলারদের নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ছেলেখেলায় মাতে বাংলাদেশ। ফিফটি পেলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত। এরপর রীতিমত তাণ্ডব চালান মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়।
দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তামিম লিটনকে কল দিয়েছিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার।
সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।
সাকিবকে ফেরানোর পর এক ওভার পর এসে আরেক সেট ব্যাটার শান্তকেও তুলে নেন হুমে। লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ হন শান্ত। ৭৭ বলে ৩ চার আর ২ ছক্কায় গড়া তার ইনিংসটি ছিল ৭৩ রানের।
আইরিশ পেসার গ্রাহাম হুমে ৫৮ রান খরচায় নেন ৩টি উইকেট।
share:
