মন্দার দিকে এগোচ্ছে রুশ অর্থনীতি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 30 Mar 2023, 10:32:50 AM

গত বছর ইউক্রেনে আক্রমণের পর তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে মস্কোর মুনাফা বেড়েছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। যুদ্ধ যখন দ্বিতীয় বছরে চলমান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার জোরালো প্রভাব পড়তে শুরু করেছে, রুশ সরকারের রাজস্ব আয় কমে আসছে এবং দেশটির প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে নিম্নগামী হচ্ছে।
অবশ্য অর্থনীতি এমন খারাপ বা স্বল্পমেয়াদি হুমকি হয়ে দেখা দেয়নি যার ফলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ব্যর্থ হবে। কিন্তু রাষ্ট্রীয় রাজস্ব কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।
লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থিংক ট্যাংক-এর সিনিয়র ফেলো মারিয়া শাগিনা বলেন, স্বল্প মেয়াদের রাশিয়া টিকে থাকার সক্ষমতা থাকলেও দীর্ঘমেয়াদে কঠিন: মস্কোকে আরও বেশি বেইজিংয়ের ওপর নির্ভরশীল হতে হবে।
ইউরোপীয় বাজার হারানো ও পশ্চিমা বিনিয়োগকারীদের চলে যাওয়ার কারণে রাশিয়াকে আরও বেশি চীনের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। এতে আশঙ্কা বাড়ছে, রাশিয়া এক সময় চীনের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হতে পারে।
কয়েকজন অর্থনীতিবিদের মতে রাশিয়ার সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে প্রায় ১ শতাংশ। কারণ উৎপাদন কমেছে এবং অর্থনীতি প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা প্রোকোপেঙ্কো বলছেন, রাশিয়ার মতো অর্থনীতির দেশের জন্য ১ শতাংশ প্রবৃদ্ধি কিছুই নাই, এটি এমনটি রক্ষণাবেক্ষণের মাত্রাও পড়ে না।
share:
