ঢাকা ওয়াসার পুরস্কার জিতেছে ব্রাক ব্যাংক
স্বদেশ জার্নাল → প্রকাশ : 2 Apr 2023, 4:22:52 AM

ঢাকা, শনিবার, ১ এপ্রিল ২০২৩: সর্বোচ্চ অনলাইন বিল সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে ঢাকা ওয়াসা।ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ঢাকা ওয়াসা’র বিল সংগ্রহের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক প্রথম স্থান অধিকার করেছে।১৬ মার্চ ২০২৩ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক অনুষ্ঠানে ২০২১-২০২২ অর্থবছরের জন্য এই প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।
এই স্বীকৃতি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, “সরকারি সংস্থাগুলো এখন আমাদের অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই ইউটিলিটি বিল সংগ্রহ করতে পারছে।
ব্র্যাক ব্যাংক গত কয়েক বছরে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসি, ডেসকো, জীবন বীমা কর্পোরেশন-সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের সাথে পেমেন্ট গেটওয়ে ও এপিআই সংযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ভ্যালু-অ্যাডিং কালেকশন এবং পেমেন্ট সল্যুশন তৈরি করে ট্র্যানজেকশন ব্যাংকিংয়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।ঢাকা ওয়াসার সাথে পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য যে-কোনো সময় যে-কোনো জায়গা থেকে ইউটিলিটি বিল পরিশোধের দারুণ সুযোগ তৈরি করেছে ব্র্যাক ব্যাংক।
share:
