সাগরের লঘুচাপে ৫ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি
স্বদেশ জার্নাল → প্রকাশ : 25 Jul 2023, 2:36:35 PM

বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার সিলেট ও রংপুর বিভাগে কিছুটা বৃষ্টি হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন।সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া সিলেটে ৩০, বান্দরবানে ২৭, ডিমলায় ১৬ ও শ্রীমঙ্গলে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।
এর আগে গত ২০ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে এটি উড়িষ্যা উপকূল গিয়ে নিঃশেষ হয়ে যায়।মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, রাজশাহী, পাবনা, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
share:
