যে শহর রাতে সরব, দিনে নিরব
স্বদেশ জার্নাল → প্রকাশ : 27 Jul 2023, 1:55:55 AM
দিনের বেলায় কিছু সরকারি-বেসরকারি অফিস খোলা থাকলেও পুরো শহর নীরব থাকে। মনে হয় দিনের বেলায় ঘুমন্ত শহর। দুপুরের পর থেকে ধীরে ধীরে জাগতে শুরু করে শহরের লোকজন। ক্রমান্বয়ে খোলা হয় হোটেল, রেস্টুরেন্ট, শপিংমল, সুপারশপ, বিউটি পার্লারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
তবে পুরোদমে চালু হয় পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পর। রাত ৯-১০টা থেকে কোলাহল শুরু, জমে ১২টার পর শেষ রাত পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখর পুরো শহর। কেউ সমুদ্র পাড়ে শুয়ে রয়েছে, কেউ পার্টি করছে, কেউ সমুদ্রের পানিতে গোসল করছে, আবার কেউবা সঙ্গী নিয়ে হাঁটছে। মানুষের বিচরণ, কোলাহল দেখে মনে হয় না এখন রাত। ঠিক ভোরের সূর্য উদিত হওয়ার সাথে সাথে আবার সুনসান নীরব হয়ে যায় সবকিছু। পাতায়া শহরের চিত্রটা এমন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাত্র ১৫৩ কিলোমিটার দূরে পাতায়ার অবস্থান। পর্যটকরা থাইল্যান্ডের যে কয়েকটি ভ্রমণযোগ্য শহরের কথা জানে, তার মধ্যে পাতায়া অন্যতম। যদিও পাতায়া বাংলদেশের কক্সবাজারের তুলনায় অনেক ছোট, কিন্তু অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা, ব্যবস্থাপনা অসাধারণ।
share: