কুভিক বিএনসিসি সেনা শাখার নতুন সার্জেন্ট ইনচার্জ ইসমাইল হোসেন।
স্বদেশ জার্নাল → প্রকাশ : 4 Aug 2023, 7:20:09 PM

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার নতুন সার্জেন্ট ইনচার্জ ইসমাইল হোসেন।
৪ আগষ্ট,শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে ড্রিল, পিটি ও কম্পিউটারের উপর বেসিক ক্লাস করানো হয়। ক্লাসে শেষে কুভিক বিএনসিসি সেনা শাখার সিইউও নতুন সার্জেন্ট ইনচার্জ এর পদায়ন ঘোষণা করেন। তিনি বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি বিএনসিসির সাথে ২০১৮ সাল থেকে সংযুক্ত আছেন। তিনি তার ক্যাডেট জীবনে ব্যাটালিয়ন ক্যাম্প, রেজিমেন্ট ক্যাম্প, সেন্টাল ক্যাম্প সহ জাতীয় দিবস ও বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করেন। তাছাড়াও তিনি ব্যাটালিয়ন ক্যাম্প ২০১৮-১৯ এ শ্রেষ্ঠ ফায়ারার ও ইংরেজি উপস্থিত বক্তৃতায় পুরস্কার অর্জন করেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখার বর্তমান সিইউও সাইফুল ইসলাম, প্লাটুন কমান্ডার ইংরেজি বিভাগের প্রভাষক মো: গুলজার হাসান, কোম্পানী কমান্ডার ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান লেফটেন্যান্ট(বিএনসিসিও) মোহাম্মদ ফিরোজ-উল-আলম চৌধুরী।
উল্লেখ্য "জ্ঞান,শৃঙ্খলা ও সেচ্ছাসেবী" এই মূলমন্ত্র নিয়ে ১৯৭৯ সাল থেকে বিএনসিসির যাত্রা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিএনসিসি সেনা শাখা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি প্লাটুন হিসেবে নির্বাচিত হয়েছে।
share:
