তামিমকে যে বার্তা দিলেন সাকিব
স্বদেশ জার্নাল → প্রকাশ : 26 Aug 2023, 4:39:57 PM

স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার (২৭ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর দিন তিনেকের প্রস্তুতি শেষে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের এশিয়া কাপ মিশন। এবারের আসর সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সেখানে সাকিব জানিয়েছেন, দলের প্রস্তুতি এবং স্কোয়াড খুব ভালো হয়েছে। তামিমের প্রসঙ্গ আসলে সাকিব বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটারই দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ভালো থাকে। সেগুলো শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়। ’
সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব পুরো আসর জুড়ে খেলেছেন। সেই অভিজ্ঞতা শ্রীলঙ্কায় টাইগারদের কাজে দিবে। আজ নিজের অভিজ্ঞতা থেকে টাইগার অধিনায়ক বলছিলেন, ‘যখন এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। আগের রেকর্ডগুলো বলছে, ওখানে সাধারণত ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, তবে বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি তাড়াতাড়ি রান করার জন্য।’
সাকিব আরও বলেন, ‘আমাদের সব দিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে আমরা সম্ভবত এশিয়া কাপের উইকেটে খেলিনি। পিচগুলো একটু আলাদা ছিল। ওখানের সঙ্গে তুলনা করা কঠিন হবে। তবে যে কন্ডিশনের উইকেট দেখে এসেছি, খুব বেশি বদলানোর সম্ভাবনা নেই। যেহেতু তিন চারদিন আগে গেছি খুব বেশি কঠিন হবে না মানিয়ে নিতে। কারণ আমাদের থেকে খুব বেশি দূরে না।’
হাবিবুর রহমান মুন্না
২৬.০৮.২৩
share:
