বাংলাদেশ-আফগান ম্যাচের খবর জানতে চাইলেন ফুটবল কোচ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 3 Sep 2023, 9:20:12 PM

জ্যেষ্ঠ প্রতিবেদক।।
একই সময় বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল এবং ক্রিকেট ম্যাচ চলছিল। বসুন্ধরার কিংস অ্যারেনায় বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ ড্রয়ের পর শুরুতে সংবাদ সম্মেলনে আসেন আফগানিস্তানের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।
ফুটবল ম্যাচ নিয়ে দুই-তিনটি প্রশ্নের পর উপস্থিত সাংবাদিকদের থামিয়ে আফগানিস্তানের কুয়েতি কোচ বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে, করতে পারি?’ উপস্থিত সাংবাদিকরা সবাই সায় দিলেন। অনেকের ধারণা ছিল ফুটবল সংক্রান্ত কিছুই জিজ্ঞেস করবেন মুতাইরী।
তিনি সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন, ‘বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেটের কি অবস্থা ’।
সাংবাদিকরা উত্তর দিলেন বাংলাদেশ প্রথম ইনিংসে তিনশোর বেশি (৩৩৪ রান) সংগ্রহ করেছে। শুনে আফগান কোচ বলেন,‘আফগানিস্তানের জন্য দিনটি ভালো নয়’।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শেষের পথে। বাংলাদেশের এক সাংবাদিক অনুমতি চাইলেন খেলার বাইরে একটি প্রশ্ন করার। বাফুফের মিডিয়া অফিসার খানিকটা নিমরাজি থাকলেও আফগানিস্তানের কোচ সানন্দে প্রশ্ন করতে বলেন। কুয়েতে ক্রিকেটের চর্চা নেই।
সেই দেশের নাগরিক হয়ে ক্রিকেট খোঁজখবর রাখার অভ্যাস কিভাবে? এই প্রশ্নের উত্তরে আল মুতাইরি বলেন,‘ভারতে আমি ছয় মাসের একটি কোর্স করেছিলাম। তখনই মূলত ক্রিকেট সম্পর্কে জানা। আমি বল বা ব্যাট করিনি কখনো কিন্তু ক্যাচার হিসেবে ভালোই (হাসি )।’
প্রেস কনফারেন্স শেষ করে রসিকতার সুরে আফগান কোচ আরো বলেন,‘কেউ আমার ডায়েট নিয়ে প্রশ্ন করল না।’
share:







