নিজের সন্তানকে শতক উৎসর্গ শান্তর
স্বদেশ জার্নাল → প্রকাশ : 3 Sep 2023, 9:25:23 PM
ডেস্ক নিউজ।।
আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোকাবেলা করছে বাংলাদেশ দল। বাচা-মরার লড়াইয়ে নিজেদের কাজটা ঠিকঠাকই করেছেন টাইগাররা ব্যাটাররা। যার নেতৃত্বে ছিলেন মূলত মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। এদিন ওপেনার হিসেবে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরাজ। আর চারে নেমে সেঞ্চুরি পেয়েছেন ফর্মে থাকা শান্ত।
ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি করে সেটাকে উৎসর্গও করেছেন জাতীয় দলের এই ব্যাটার। গেল ২৫ আগস্ট পুত্র সন্তানের বাবা হয়েছিলেন শান্ত। যে কারণে সদ্য জন্মানো নিজের প্রথম সন্তানকে সেঞ্চুরি উৎসর্গ করেছেন শান্ত। শতক হাঁকানোর পর দেখা গেছে তেমনই অঙ্গভঙ্গি।
নিজের ব্যাটকে সন্তান কোলে তুলে নেওয়ার ভঙ্গিতে উদযাপন করেছেন শান্ত। খেলার মাঠে নিজের সাফল্যের ক্ষণে সন্তান ইজহান মালিক আরাবকে সবার আগে স্মরণ করেছেন তিনি।
তবে শতক হাঁকানোর আগে নিজ পায়ে কিছুটা অস্বস্তি বোধ করছিলেন শান্ত। তবে সে সব সমস্যাকে সমাধান মাঠেই দিয়েছেন মিরাজ।
ইনিংসের মাঝামাঝি সময়ে সঙ্গী নাজমুল হোসেন শান্ত যখন কিছুটা ক্র্যাম্প করলেন, তখন মিরাজই তাকে উদ্বুদ্ধ করেছেন। নিজের সমস্যার কথাটাও বলেছেন অবলীলায়, ‘আমার কষ্ট হচ্ছে, তবু আমি খেলতেছি সময় নিয়ে।’
share: