চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন ড. মোশাররফ
স্বদেশ জার্নাল → প্রকাশ : 5 Sep 2023, 3:42:09 PM
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বর্ষীয়ান নেতা, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬ টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
বিমানবন্দরে ড. খন্দকার মোশাররফ হোসেন ফুল/ফুলের তোড়া গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ফুল/ফুলের তোড়া সাথে না নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মী, সমর্থক,শুভাকাংখী সকলকে বিশেষভাবে অনুরোধ করেছেন।
বিমানবন্দরে ড. মোশাররফকে অভ্যর্থনা জানাবেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও পরিবারের সদস্যগণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থকগণ।
ড. খন্দকার মোশাররফ হোসেন গত ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুর যান। সেখানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ গ্রহণ করেন। তাঁর মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। ২ মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় এই সিনিয়র নেতা ঢাকায় আসছেন।
সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণকালে ড. মোশাররফের সাথে সার্বক্ষণিক ছিলেন, তাঁর সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন, বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ।
share: