কুমিল্লায় অবরোধ উপেক্ষা করে চলবে কুবির নিজস্ব নীল বাস
স্বদেশ জার্নাল → প্রকাশ : 6 Nov 2023, 7:26:39 PM


কুবি প্রতিনিধি।।
শিক্ষার্থীদের সমালোচনার মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিনটি নীল বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বন্ধ থাকবে রাতের পরিবহণ সেবা। যাবে না কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়েও। ফলে পুলিশ লাইন ও টমছম ব্রিজ থেকেই ওঠানামা করতে হবে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুল সূত্রে এ তথ্য জানা গেছে৷
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৮টি নিজস্ব নীল বাস ও ৭টি বিআরটিসির লাল বাস রয়েছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার পর নীল বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ক্লাস-পরীক্ষা চলমান থাকায় ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৩ রুটে ৩টি নীল বাস চলাচল করবে।
share:
